শিরোনাম :
চ্ট্টগ্রামে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন
|| ম্যাগডেলিন ডি’সিলভা ||
গতকাল সকাল ১১টায় চট্টগ্রামের পাথরঘাটা ধর্মপল্লীর যাজক ভবন সভাকক্ষে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ কাল্ব, চ্ট্টগ্রাম ক্লাস্টারের উদ্যোগে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয় ছিল “বিশ্ব সম্পুক্তকরণে স্থানীয় সেবা’
এতে কাল্ব এর আওতাধীন বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের ৯৫জন সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তি সমবায় সমিতির সেক্রেটারি জনাব সাত্তার ভুইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায়ী জনাব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা ক্রেডিট ইউনিয়নের আশীষ কুমার দাশ, পিটু লাল সিকদার, কাল্ব এর প্রাক্তন বোর্ড অফ ডিরেক্টর মিঃ পিটার বাড়ৈ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস স্টাফ সেভিংস ক্রেডিটের সেক্রেটারি ডেভিড গোনছালভেছ।
পিটুলাল শিকদার বলেন, কারিতাসের ছত্রচ্ছায়ায় কাল্ব এর সূচনা। প্রথমদিকে অনেকে বলতেন, কাল্ব বা ক্রেডিট খ্রিষ্টানদের প্রতিষ্ঠান কিন্তু এখন ক্রেডিট ইউনিয়ন সব সম্প্রদায়ের। নীতি ঠিক থাকতে হবে। নীতি থেকে সরে গেছে অনেক ক্রেডিট । দুর্নীতি ঢুকে গেছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের সম্পৃক্ত করতে হবে। তারা অনেক সঞ্চয়ী ও সৎ।
পিটার বাড়ৈ বলেন, একা গড়ে না কেউ, গড়ে অনেকে মিলে, তাই ক্রেডিটের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি চট্টগ্রামে
ক্রেডিটে ইউনিয়ন জাগ্রত করারর জন্য প্রয়াত যোসেফ ম্যাথায়েছ, জেএফ কুইয়া, শহিদুল ইসলামসহ কয়েকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।।
সভাপতি সাত্তার ভুইয়া বলেন, অনেক ক্রেডিট ইউনিয়ন এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি এইসব ক্রেডিট ইউনিয়নের প্রতি যত্ন নেয়ার জন্যকাল্ ব এর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি অংশগ্রহণকারী সমবায়ী ভাইবোন ও সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, এ বছর ১৭ অক্টোবর আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস হলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ১৯ অক্টোবর দিবসটি পালন করা হয়।