শিরোনাম :
ছাত্র প্রকল্পের অধীনে শিক্ষানবীশ নিয়োগ বিজ্ঞপ্তি
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর প্রধান কার্যালয়সহ অন্যান্য সেবাকেন্দ্রে (সাধনপাড়া, মিরপুর, নদ্দা, পাগাড়, সাভার, তুমিলিয়া, লক্ষীবাজার, মহাখালি) “ছাত্র প্রকল্পের”-অধীনে শিক্ষানবীশ হিসাবে ছাত্র-ছাত্রী নিয়োগের উদ্দেশ্যে খ্রীষ্টান ছাত্র-ছাত্রীদের নিকট আবেদন পত্র আহবান করা যাচেছ :
পদের নাম : শিক্ষানবীশ (ছাত্র প্রকল্প)
শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি পাশ অথবা বি বি এ/স্নাতক/সম্মান প্রথম বর্ষে অধ্যায়নরত
কর্মঘন্টা : বিকাল ৫ঃ০০ ঘটিকা থেকে রাত ৮ঃ০০ ঘটিকা পর্যন্ত (সপ্তাহে ৩দিন হিসাবে মাসে ১২ দিন)
ভাতা : মাসিক ২০০০/= টাকা
শর্তাবলীঃ
০১। পূর্ণ জীবন-বৃত্তান্ত ও আবেদনপত্র ।
০২। ২ (দুই জন) গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা রেফারেন্স হিসাবে দিতে হবে।
০৩। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
০৪। সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
০৫। নিজ নিজ ধর্মপল্লী/মন্ডলীর ফাদার/পাস্টরের কাছ থেকে সনদপত্র।
০৬। খামের উপর পদের নাম ও সেবাকেন্দ্র স্পষ্টভাবে লিখতে হবে।
০৭। ব্যক্তিগতভাবে যোগাযোগকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
০৮। গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
০৯। অসম্পূর্ণ ও ক্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।
১০। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১১। আবেদনপত্র আগামী ২০ সেপ্টেম্বর, ২০১৮ খ্রীষ্টাব্দে সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বরাবর
মিঃ লিন্টু খৃষ্টফার গমেজ
প্রধান নির্বাহী অফিসার
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি ঃ, ঢাকা।
রেভাঃ ফাঃ চার্লস জে. ইয়াং ভবন
১৭৩/১/এ, পূর্ব তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫।