শিরোনাম :
ছেলেমেয়ে সবার জন্য সমান বাজেট রাখবেন: প্রতিমন্ত্রী চুমকি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১০ জন নারীকে সম্মাননা
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ১০ জন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল (৮ মার্চ) ঢাকার তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ‘পরিবর্তনের জন্যে প্রত্যয়ী হয়’ মূলসুরের উপর ভিত্তি করে দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: ঢাকা-এর নারী কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।সম্মাননা প্রাপ্ত ১০ জন নারী হলেন-মার্সিয়া মিলি গমেজ (সামাজিক নেতৃত্ব), ডা: জেসি জেসিকা রোজারিও (চিকিৎসক), ড. জসিন্তা অলিম্পিয়া গমেজ (সেবিকা), সিস্টার মেরী দিপ্তী (শিক্ষিকা), এডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার (আইনজীবী), সিস্টার ভার্জিনিয়া আশা গমেজ (ব্রতধারিণী), বার্থা গীতি বাড়ৈ (সমাজসেবী), অনিমা মুক্তি গমেজ (সঙ্গীত শিল্পী), লাভলী বাড়ৈ (হস্তশিল্পী), ভেরুনিকা বেবী রোজারিও (নৃত্যশিল্পী).
সামাজিক নেতৃত্বে সম্মাননা প্রাপ্ত মার্সিয়া মিলি গমেজ ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সহধর্মিনী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এড করেন। তিনি প্রথম নারী সদস্য হিসেবে ঢাকা ওয়াইএমসিএ-এর পূর্ণ সদস্যপদ লাভ করেন এবং প্রথম জেন্ডার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এশিয়া এন্ড প্যাসিফিক এ্যালায়েন্স অব ওয়াইএমসিএ-এর জেন্ডার কমিটির সদস্য, হাগাই ইনস্টিটিউট বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টর এবং রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ও খ্রিস্টান সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘আমার মন্ত্রণালয় থেকে ২৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে দেশব্যাপী বিনামূল্যে নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা হবে। যাতে তাদের উন্নয়ন হয়।’ তিনি বাবা-মার উদ্দেশে বলেন, ছেলেমেয়ে সবার জন্যে সমান বাজেট রাখবেন। সমান চোখে দেখবেন, ভালবাসবেন দেখবেন আপনার মেয়ে এগিয়ে গেছে। এ সময় করতালি দিয়ে সবাই তাঁর এ বক্তব্যকে স্বাগত জানান। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, মেয়েকে শিক্ষিত করলে ছেলের থেকেও সে আপনাদের দেখাশোনা করবে, টাকা পাঠাবে। আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন,‘নারী-পুরুষের মধ্যে পারষ্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াটা দরকার। দু-জনের মধ্যে চমৎকার বন্ধন গড়ে উঠলে সংসার ভাল চলবে, বিশ্ব এগিয়ে যাবে।
ঢাকা মেট্রোপলিটন খ্রীষ্টান হাউজিং এর প্রেসিডেন্ট আগষ্টিন পিউরীফিকেশন অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, ‘নারীদের যথাযথ সম্মান দেখিয়ে আমাদের প্রতিষ্ঠানের কর্মী বাহিনী ও ছাত্র প্রকল্পকেও নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘এভাবে আমরা যদি সকল ক্ষেত্রে নারী-পুরুষ মিলেমিশে একসাথে কাজ করি তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘খ্রিস্টান সমাজে ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে গেছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। নারীদের উন্নয়নে ঢাকা ক্রেডিট বদ্ধ পরিকর উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী বছর থেকে ঢাকা ক্রেডিট ও ঢাকা খ্রীষ্টান হাউজিং-এর সমন্বয়ে একজন নারীকে পিএইচডি করার ব্যবস্থা আমরা করবো। যাতে তারা আরও এগিয়ে যায়, অনুপ্রাণিত হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি মোমবাতি প্রজ্জ্বলন করেন। এ সময় নেপথ্যে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি বাজতে থাকে।
প্রতিষ্ঠানটির নারী কমিটি আহবায়ক কল্পনা মারীয়া ফলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সিইও ও চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, অভিনেত্রী তানভিন সুইটি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, দি মেট্রোপলিটন খ্রীষ্টান হাউজিং এর ভাইস-প্রেসিডেন্ট অনিল লিও কস্তা, সেক্রেটারি ইন্মানুয়েল বাপ্পী মন্ডল, ঢাকা ক্রেডিট নারী কমিটির আহ্বায়ক পূর্ণিমা মারীয়া গমেজ প্রমুখ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পাশাপাশি খ্রীষ্টান হাউজিং-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সিইও ও চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, অভিনেত্রী তানভিন সুইটি, খ্রীষ্টান হাউজিং-এর ভাইস-প্রেসিডেন্ট অনিল লিও কস্তা, সেক্রেটারি ইন্মানুয়েল বাপ্পী মন্ডল, কল্পনা মারীয়া ফলিয়া, মায়া গাঙ্গুলীসহ বেশ ক’জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিমন্ত্রী তাদের হাতে এই ক্রেস্ট তুলে দেন। বাবু মার্কুজ গমেজ বিদেশে অবস্থান করায় তার পক্ষে সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা তা গ্রহণ করেন।
পরে নারীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসএস/আরবি/আরপি/৯ মার্চ, ২০১৭