ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ছোট গোল্লায় ঢাকা ক্রেডিটের কাছে আপনার প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভা

ছোট গোল্লায় ঢাকা ক্রেডিটের কাছে আপনার প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভা

0
560

ডিসিনিউজ।। বান্দুরা

বান্দুরার ছোট গোল্লায়  “ঢাকা ক্রেডিটের কাছে আপনার প্রত্যাশা” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। `

২১ অক্টোবর অনুষ্ঠিত সভায় ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য টমাস রোজারিও, গ্রামের মাদ্বর বিমল গমেজ, ছোটগোল্লা ক্রেডিটের সেক্রেটারি লাকী গমেজসহ ৫০ জন গ্রামবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা ক্রেডিটের প্রডাক্ট, সেবা ও প্রকল্প নিয়ে আলোচনা হয়।

ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য টমাস রোজারিও বলেন, মেয়েদের জন্য নার্সিং ইনস্টিটিউট ও স্বল্প শিক্ষিত বেকার ছেলেদের জন্য বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য।

মাদ্বর বিমল গমেজ বলেন, গোল্লায় একটি স্থায়ী অফিস হলে গোল্লা গ্রামবাসী উপকৃত হবে।

সকলে এই আয়োজনের জন্য ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানান। হাসনাবাদ সেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠান পরিচালিত হয়। সভায় গ্রামের নারীদের জন্য নানা রকম ট্রেনিং আয়োজনের অনুরোধ করেন।