ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ছয় শতাধিক গাছ রোপণ করলো মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস সমিতি

ছয় শতাধিক গাছ রোপণ করলো মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস সমিতি

0
633

ডিসিনিউজ || ঢাকা

পরিবেশ রক্ষা ও যত্ন নিতে ৬০৫টি ফলের চারা রোপণ করেছে উত্তরার মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:।
৩১ আগস্ট রোপিত ফলের চারার মধ্যে রয়েছে আতা, জামবুরা, লেবু, আমলকী ও পেয়ারা। মাউছাইদ, পাগাড় ও হারবাইদ এলাকায় সমিতির সদস্যদের বাড়ীতে এই চারাগুলো রোপণ করা হয়েছে।

মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর চেয়ারম্যান ও দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড (কাককো) এর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাউছাইদ ধর্মপল্লীর পাল-পুরোহিত চঞ্চল পেরেরা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, মাউছাইদ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ডেভিড প্রবীন রোজারিও, মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সাবেক চেয়ারম্যান চন্দন ডি কস্তা, বাংলাদেশ কাথলিক স্টুডেন্ট মুভমেন্টের প্রেসিডেন্ট প্যাট্রিক দৃশ্য পিউরীফিকেশন, ভাইস-প্রেসিডেন্ট রকি কোড়াইয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।
ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ডিসিনিউজকে বলেন, ‘পরিবেশ রক্ষা করতে ও পরিবেশের যত্ন নিতে আমাদের মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর পক্ষে আমরা সদস্যদের মধ্যে প্রত্যেককে একটি চারা বিতরণ করেছি যা ইতিমধ্যে রোপণ করা হয়েছে। আমরা সদস্যদের অনুরোধ করেছি তারা তাদেও পরিবারের সবায় যেন আরো কমপক্ষে চারটি ফলের গাছ রোপণ করেন। এভাবে আমরা আরো বেশি পরিবেশের যত্ন নিতে পারবো।’
তিনি জানান, কিছুদিন আগে কাককোতে জুমের মাধ্যমে এক অনুলাইন আলোচনায় সিদ্ধান্ত হয় মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন সমিতি বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিবে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর উদ্যাগকে সাধুবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্থানীয় পাল-পুরোহিত চঞ্চল পেরেরা। তিনি বলেন, খুবই সময় উপযোগী উদ্যোগ। পোপ মহোদয় বিশ^বাসীকে অনুরোধ করেছেন পরিবেশের যত্ন নিতে। সমবায় সমিতিগুলো সেই আহ্বানে সাড়া দিচ্ছে। তাই সমিতির নীতি নির্ধারকদের ধন্যবাদ জানাই।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া ডিসিনিউজকে বলেন, ‘পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও মানেনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ১৩ বাস্তবায়নের লক্ষে মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অন্যান্য সমবায় সমিতিকেও এই ধরনের কর্মসূচি নেওয়ার অনুরোধ করি।’