ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে ছাত্রছাত্রীদের মুক্ত রাখতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে ছাত্রছাত্রীদের মুক্ত রাখতে হবে: প্রধানমন্ত্রী

0
300

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদের অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার  আহ্বান জানিয়েছেন ।

৪ জানুয়ারি, বুধবার ঢাকা থেকে রংপুরে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইন্সটিটিউট ভবন এবং এক হাজার আসন বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ‍ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে ছাত্রছাত্রীদের মুক্ত রাখতে হবে। এটা যেন দানা বাঁধতে না পারে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, সত্যিকারের শিক্ষা যদি কেউ পায়, সে বিপথে যেতে পারে না।

ইসলামকে ‘শান্তির ধর্ম’ আখ্যায়িত করে  প্রধানমন্ত্রী বলেন, “ইসলাম ধর্মে জঙ্গিবাদের স্থান নাই। এই ধর্ম মানুষকে খুন করতে বলে নাই।”

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন‌্য একটি হল এবং ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ভবন নির্মাণের জন‌্য সাড়ে ৯৭ কোটি টাকার প্রকল্প ২০১৪ সালের জানুয়ারিতে একনেকের অনুমোদন পায়। স্থাপনা দুটির নির্মাণ কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এসএন/আরবি/আরপি/ ৪ জানুয়ারি, ২০১৭