শিরোনাম :
জনি হিউবার্ট রোজারিও বাংলাদেশ ওয়াইএমসিএ’র জাতীয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত
ডিসিনিউজ ॥ ঢাকা
বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের নব-নির্বাচিত প্রেসিডেন্ট হলেন জনি হিউবার্ট রোজারিও।
১৩ নভেম্বর সাভারের রেডিও কলোনীস্থ ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজে অনুষ্ঠিত ওয়াইএমসিএ’র ৪৩তম বার্ষিক সাধারণ সভা মি: বাবু মার্কুজ গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বার্ষিক সভা পরবর্তী জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিওসহ তিনজন ভাইস-প্রেসিডেন্ট: এমব্রোস গমেজ, গগণ রোজারিও ও রুমন রাংসা এবং কোষাধক্ষ্য এডুয়ার্ড রবীন বল্লভ নির্বাচিত হন ।
নবনির্বাচিত জাতীয় ওয়াইএমসি প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও ধরেন্ডা ধর্মপল্লীর রাজাসন গ্রামের সন্তান। তিনি এর আগে বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সহ-সভাপতি,ওয়াইএমসিএ জাতীয় যুব কমিটির চেয়ারম্যান, ইয়ুথ পার্টিসিপেশন এন্ড লিডারশীপ ডেভোলোপমেন্ট কমিটি ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র কার্যনিবার্হী সদস্য, ধরেন্ডা মিশন তরুণ সংঘের সভাপতি, রাজাসনের সেন্ট ভিন্সেন্ট ক্লাব সভাপতি হিসেবে সেবা দিয়েছেন। এ ছাড়া তিনি বর্তমানে সাভার ওয়াইএমসিএর’র সহ-সভাপতি হিসেবে ও ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি-এর পর্যবেক্ষক পরিষদের সদস্য হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন।