ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড জরুরি বিজ্ঞপ্তি

জরুরি বিজ্ঞপ্তি

0
3290

এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ১৮ মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত জরুরি যৌথ সভায় বর্তমান করোনাভাইরাসের সংক্রমনের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে নি¤œলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(১) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদস্যপদ প্রদান ও ইংরেজি শিক্ষা ও আইইএলটিএস কোর্স বন্ধ থাকবে।
(২) একান্ত প্রয়োজন না হলে সদস্যদের ঘরের বাহিরে না যাওয়া এবং সৌজন্য সাক্ষাৎ এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়।
(৩) জমাসহ অন্যান্য কারণে ঢাকা ক্রেডিটের অফিসে আসা অত্যাবশ্যক হলে পরিবারের পক্ষ থেকে একজন এসে কাজ সম্পন্ন করার প্রস্তাব করা হয়।
(৪) যেকোন জরুরি প্রয়োজনে নি¤œলিখিত টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রশাসনিক বিষয়ে-
– মি. পংকজ গিলবার্ট কস্তা, প্রেসিডেন্ট, মোবাইল: ০১৭১১৬৪৮৩৮০ (বিকাল ৪:০০ মি.- ৭:৩০ মি.)
– মি. ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি, মোবাইল: ০১৭১১০৭৭৮৮৩ (বিকাল ৬:০০ মি. – ৭:৩০ মি.)
– মি. লিটন টমাস রোজারিও, সিইও, মোবাইল: ০১৭০৯৮১৫৪০১, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১১০৯ (অফিস সময়ে)
ঋণের আবেদনের পূর্বে ও জমা সংক্রান্ত বিষয়ে-
– মিসেস মিতা পালমা, ইনচার্জ, এমআইএস, মোবাইল: ০১৭০৯৯৯৩০৮২, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১১২১ (অফিস সময়ে)
– মিসেস মিতালী রোজারিও, সিনিয়র অফিসার, এমআইএস, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১১২২ (অফিস সময়ে)
ঋণের আবেদনপত্র জমা প্রদানের পর জামিন সংক্রান্ত বিষয়ে-
– মি. প্রবীন পিউরীফিকেশন, ইনচার্জ, ক্রেডিট অপারেশন, মোবাইল: ০১৭০৯৮১৫৪১৯, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১১৩১ (অফিস সময়ে)
– মিসেস কেয়া রোজলীন গমেজ, সিনিয়র অফিসার, ক্রেডিট অপারেশন, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১১৩২ (অফিস সময়ে)
ঋণ সংক্রান্ত জটিলতায়-
– মি. মানিক লরেন্স রোজারিও, চেয়ারম্যান, ক্রেডিট কমিটি, মোবাইল:০১৭১২৯৮১৩০২, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১৪০৮ (বিকাল ৬:০০ মি. – ৭:৩০ মি.)
– মি. প্রবীন পিউরীফিকেশন, ইনচার্জ, ক্রেডিট অপারেশন, মোবাইল: ০১৭০৯৮১৫৪১৯, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১১৩১ (অফিস সময়ে)
খেলাপি সংক্রান্ত বিষয়ে-
– মি. রিচার্ড ফ্রান্সিস রোজারিও, ইনচার্জ, লোন রিয়েলাইজেশন, মোবাইল: ০১৭০৯৮১৫৪২০, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১৫২৩ (অফিস সময়ে)
– মি. তুষার হিউবার্ট মারমা, এ্যাসিসটেন্ট অফিসার, লোন রিয়েরাইজেশন, হট লাইন, ০২৫৮১৫৩৩১৬ বর্ধিত ১৫২৪ (অফিস সময়ে)

উপরে উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।