শিরোনাম :
জলবায়ু নিয়ে ট্রাম্প-আল গোর আলোচনা
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সঙ্গে সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর এক বৈঠকে মিলিত হোন। বৈঠকে তারা জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সোমবারের এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে গোর জনিয়েছেন ।
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ট্রাম্প-আল গোর প্রায় ৯০ মিনিট আলোচনা করেন।
আল গোর জানান, “আলোচনায় আমরা জলবায়ু পরিবর্তনজনিত ইস্যুতে মতৈক্যের জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। আলোচনা খুবই আন্তরিক ও উৎসাহমূলক হয়েছে। ভবিষ্যতেও আলোচনা চলবে।”
এর আগে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারনায় ক্ষমতায় গেলে প্যারিস জলবায়ু চুক্তি বাতিল ও জাতিসংঘের জলবায়ু তহবিল থেকে অর্থ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
পরে অবশ্য নিউইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে ট্রাম্প জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে খোলা মনে যোগ দেওয়ার কথা বলেন।
বৈঠকের পর আল গোর আশা প্রকাশ করে বলেন,ট্রাম্পের সঙ্গে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের একটি ‘অর্থপূর্ণ জলবায়ু নীতি’ বাস্তবায়িত হবে।
তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ট্রাম্পের সহযোগীরাও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
এসএন/আরপি/১১ ডিসেম্বর,২০১৬