ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খ্রীষ্টান এসোসিয়েশনের

জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খ্রীষ্টান এসোসিয়েশনের

0
310

আগামীকাল ২৬শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ দেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬শে মার্চ দেশ ও জাতির স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে নয় মাসের স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর, ১৯৭১ আমরা পাকহানাদার বাহিনী ও এদেশে তাদের দোসরদের পরাজিত করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলাম।

৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্তবিবৃতিতে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁদের বিবৃতিতে ২৫ মার্চ, ১৯৭১ এবং পরবর্তী নয় মাসের মুক্তিযুদ্ধে যাঁরা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের আত্মার মঙ্গল কামনা করেছেন।

বীর শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তাঁরা বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ’৭১-এর ন্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি