শিরোনাম :
জাতির জনকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
ডিসিনিউজ।।ঢাকা
৫ আগষ্ট, গোপালগঞ্জের টুংগিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও এবং দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি: -এর চেয়ারম্যান মি. পংকজ গিলবার্ট কস্তা।
এসময় তাদের সাথে সফরসঙ্গী হিসেবে আরোও উপস্থিত ছিলেন খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর চেয়ারম্যান মি. ডেভিড অনিল হালদার, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সেক্রেটারি মি. মোশী মন্ডল, ঢাকা ক্রেডিটের নারী বিষয়ক উপ-কমিটির যুগ্ম আহবায়ক মিসেস শিউলী কার্মেল রোজারিও, আইন বিষয়ক উপদেষ্টা এড. শাহীন ব্যাপারী, ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য মি. ডেমিয়েন সরকার প্রমুখ।
বাংলাদেশের স্বাধীনতার মহান এই মহানায়কের অবদানের কথা স্বীকার করে তাঁরা শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর কারণে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। একটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতা চাননি, তাই তাঁরা ভেবেছিল বঙ্গবন্ধুকে মেরে ফেললে বাংলাদেশের স্বাধীনতা শেষ হয়ে যাবে। তাই কুচক্রীমহল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মহান এই নেতাকে সপরিবারে হত্যা করে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আদর্শে সোনার বাংলা বিনিমার্ণের কাজ করে যাচ্ছেন।