ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন (ভিডিও)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন (ভিডিও)

0
1071


|| ডিসিনিউজ, ঢাকা ||
আজ সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন করা হয়। তেজগাঁও ধর্মপল্লী, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে হলি রোজারিও গির্জায় পবিত্র খ্রিস্টযাগের আয়োজন করা হয়। এতে প্রায় ৪০০ জন খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেন। খ্রিষ্টযাগে জাতির পিতার আত্মার-কল্যাণে, বাংলাদেশ ও বিশে^র মানুষ যেন করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে পারে তার জন্য প্রার্থনা করা হয়।
খ্রিষ্টযাগের পর জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতির্কীতিতে শ্রদ্ধা নিবেদন ও জন্মদিনের কেক কাটা হয়। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকার মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি গমেজ, জন ভিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সমন্বয়ক ফাদার আগষ্টিন বুলবুল রিবেরু ও সেক্রেটারি ফাদার মিল্টন কোড়াইয়া, তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার কল্লোল এল রোজারিও, এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, যুগ্ম মহাসচিব যোসেফ ডি’ সরকার, শিক্ষা সম্পাদক প্রিন্সিপাল ডানিয়েল শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, যুব বিষয়ক সম্পাদক মাইকেল গমেজ, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, নির্বাহী সদস্য পিটার রতন কোড়াইয়া, ভিক্টর রে, এসোসিয়েশনের মোহাম্মদপুর শাখার সভাপতি আন্তন হালদার, সাধারণ সম্পাদক পল্লব লিনুস ডি রোজারিও, বনানী শাখার সভাপতি সেবাষ্টিন বাড়ৈ, মিরপুর শাখার সভাপতি স্বপন চৌধুরী, মনিপুরীপাড়া খ্রীষ্টান সমাজের সাধারণ সম্পাদক গিলবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর প্রত্যেশ রাংসা, আনন্দ ফিলিপ পালমা, মনিকা গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সদস্য স্টেলা হাজরা, বার্নাড পংকজ রোজারিও, প্রাক্তন ম্যানেজার পল মিস্ত্রী, সিইও লিটন টি. রোজারিও, জ্যোতিন মারান্ডী, ক্লেমেন্ট টি ঢালিসহ ফাদার ও সিস্টারগণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তেজগাঁও সম্মিলিত গানের দল।