শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন ক্রিড়া ব্যক্তিত্ব মিউরেল গমেজ
ডিসিনিউজ ।। ঢাকা
জাতীয় পুরস্কার পেলেন ক্রিড়াবিদ মিউরেল গমেজ। তিনি খ্রিষ্টান সমাজের একজন খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব।
১১ মে, বুধবার দেশের ৮৫জন ক্রিড়া ব্যক্তিত্ব ও সংগঠককে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় পুরস্কার প্রদান করেন। ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই পুরস্কার প্রদান করেন।
মিউরেল গমেজের এই জাতীয় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেছেন খ্রিষ্টান সমাজের আরেক অন্যতম ক্রিড়া ব্যক্তিত্ব সাবেক জাতীয় ফুটবলদলের সফল খেলোয়ার রতন পিটার কোড়াইয়া। তিনি বলেন, ‘মিউরেল গমেজ আমাদের রতœ। তিনি খ্রিষ্টান সমাজের জন্য সম্মান ও সুনাম বয়ে এনেছেন। ক্রিড়াক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। আমি তাঁর আরো সাফল্য কামনা করি।’
মিউরেল গমেজ ২০১৯ খ্রিষ্টাব্দে ঢাকা ক্রেডিট কর্তৃক সম্মাননায় ভ‚ষিত হয়েছিলেন। তিনি ঢাকা ক্রেডিটের একজন সফল সদস্য।
মিউরেল গমেজের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের পক্ষে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া মিউরেল গমেজকে শুভেচ্ছা জানান। তাঁরা শুভেচ্ছা বার্তায় মিউরেল গমেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন। সেই সাথে খ্রিষ্টান সমাজের জন্য এই গৌরব বয়ে আনার জন্য ধন্যবাদ জানান।
মিউরেল গমেজ আজীবন খেলাধুলার জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল খেলায় অবদান রাখাসহ অ্যাথলেটিক হিসেবে সুনাম অর্জন করেছেন।
১৯৬৪ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর বড় গোল্লায় তাঁর জন্ম। পিতার নাম দমিঙ্গো গমেজ এবং মাতা নিম্ফা গমেজ। বর্তমানে তিনি গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে গেমস্ টিচার হিসেবে কর্মরত রয়েছেন।