শিরোনাম :
জাতীয় স্মৃতি সৌধে ঢাকা ক্রেডিটের এবং বিসিএ’র নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
সমস্ত বাঙালির ভালোবাসায় সিক্ত হলো বাংলার বীর সৈনিকেরা। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো স্বাধীনতা ও জাতীয় দিবস। ।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে সূূচনা হয়েছিল মুক্তি সংগ্রাম। সেই ত্রিশ লক্ষ শহিদদের প্রতি সকাল সাড়ে ৯টায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ঢাকা ক্রেডিটের ভাইস- প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর পিটার গোমেজ, রতন পিটার কোড়াইয়া, বীর মুক্তিযোদ্ধা বিজয় মানুয়েল ডি প্যারিস (অব: প্রাপ্ত মেজর বিডিআর) এবং আরও অনেকে।
রাষ্ট্রপতি এবং প্রধানমস্ত্রী সকাল ৬ টায় বাংলার বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন সাভার জাতীয় স্মৃতি সৌধে।
এ ছাড়াও আজ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর উদ্যোগে এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়ার নেতৃতে¦ সিনিয়র সহ-সভাপতি জর্জ রোজারিও, যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, যুব বিষয়ক সম্পাদক মাইকেল গমেজ, নির্বাহী সদস্য ভিক্টর রে, বনানী শাখার সভাপতি সেবাষ্টিন বাড়ৈ, মিরপুর শাখার সভাপতি স্বপন চৌধুরী, মোহাম্মদ শাখার সভাপতি আন্তন হালদার ও সেক্রেটারি পল্লব রোজারিও, তপন টি. রোজারিও, কেøমেন্ট টি ঢালীসহ আরো অনেকে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন।
পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, শ্রেণি ও পেশার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সাভার স্মৃতি সৌধে। সেখানে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অপরদিকে স্মৃতি সৌধকে নতুন রুপে সাজানো হয়েছে এবং পাশেই সাড়া দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অপর দিকে আজ সাড়া দেশে বিভিন্ন স্থানে কনসার্ট, সেচ্ছায় রক্তদান কর্মসূচী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে।