ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ‘জীবনকে ভালবাসুন, মাদককে না বলুন’ শ্লোগানে সাইকেল র‌্যালি

‘জীবনকে ভালবাসুন, মাদককে না বলুন’ শ্লোগানে সাইকেল র‌্যালি

0
1473

‘জীবনকে ভালবাসুন, মাদককে না বলুন’ শ্লোগান নিয়ে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে মাদকবিরোধী সাইক্লিং কর্মসূচি-২০১৭। বিভিন্ন স্থানে সাইকেল র‌্যালি এবং সমাবেশ করে এই সংগঠন মাদকবিরোধী আন্দোলনে অংশ নিবে।

২৮-২৯ জুলাই পর্যন্ত এই সাইকেল র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এসোসিয়েশনের এই কর্মসূচির আহ্বান হলো ‘মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে সোচ্চার হোন; এগিয়ে আসুন। নিজে বাঁচুন; অপরকেও বাঁচান।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় সাভার সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালির উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন ডা. অরূপ রতন চৌধুরী, সভাপতি, মানস ও সদস্য, জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ড। কর্মসূচির উদ্বোধন করবেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবাট টি. রোজারিও।

সাইকেল র‌্যালির প্রথম দিনের কর্মসূচির রোডম্যাপ: কলেজ প্রাঙ্গণ-পলুর দোকান-গির্জা রোড-মিশন প্রাঙ্গণ-ধরেন্ডা-কমলাপুর-সদরঘাট-বাঘনিবাড়ী-আকরাইন-বিরুলিয়া ব্রীজ-বিশ্ব এস্তেমা রোড-টঙ্গী-স্টেশনরোড-টঙ্গী ফ্লাইওভার-পাগার রোড-পাগার গির্জা প্রাঙ্গণ-মাউছাইদ গির্জা প্রাঙ্গণ-পাগার গির্জা প্রাঙ্গণ-টঙ্গী ফ্লাইওভার-হায়দরাবাদ-মিরেরবাজার-হারবাইদ-ভাদুন এবং মঠবাড়ীতে গিয়ে শেষ হবে।

মঠবাড়ীতে কৌশল নির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হবে সকল অংশগ্রহণকারীর অংশ গ্রহণে।

পরদিন শনিবার (২৯ জুলাই) ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার-উলুখোলা বাজার-উলুখোলা-নাগরী রোড-ভাসানিয়া-নাগরী-চড়াখোলা-তুমিলিয়া-কালিগঞ্জ উপজেলা-রাঙ্গামাটিয়া মিশন-দড়িপাড়া মিশন রোডম্যাপে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে।

শেষে দড়িপাড়া গির্জা মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি এমপি।

র‌্যালি এবং সমাবেশে টি-শার্ট, ক্যাপ, জলপাই গাছসহ নানা ধরণের প্রতীকী ব্যবহার করা হবে।

সাইকেল র‌্যালির পাশাপাশি প্রতিটি ধর্মপল্লীতে মাদকবিরোধিতার প্রতীক হিসেবে একটি করে জলপাই গাছ রোপন করা হবে।

আরবি/আরপি/ ২৬ জুলাই, ২০১৭