ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের উদ্বোধন: বরিশাল

জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের উদ্বোধন: বরিশাল

0
272

বরিশাল নগরের ঐতিহ্যবাহী জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায়।

‘ধান-নদী-খাল এই তিনে বরিশাল’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের নতুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় জেলখাল পুনঃসংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাম চন্দ্র দাশ বলেন, জেলখাল পুনঃসংস্কার কার্যক্রম আমরা শুরু করেছি। কিন্তু সবার সহযোগিতায় শেষ করতে চাই।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও মোখলেচুর রহমান; সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, জেলা বাসমালিক সমিতির সভাপতি আফতাব হোসেনসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, জেলখাল নিয়ে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। কিছু বরাদ্দ পেয়েছি। পাশাপাশি আমরা যে প্রকল্প দাখিল করেছিলাম সেটাও খুব শিগগিরই অনুমোদন হবে বলে আশা রাখছি। দেশের সব খাল ও ছোট নদী সংস্কার করে পানির প্রবাহ সচল রাখার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। ওই প্রজেক্টের আওতায় জেলখাল খনন করা হবে।

আরবি.বিজি. ৮ সেপ্টেম্বর ২০১৮