ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জয়রামবের ভেলেংকিনী মারীয়ার পর্ব পালন

জয়রামবের ভেলেংকিনী মারীয়ার পর্ব পালন

0
855

রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর জয়রামবের গ্রামে ভক্তিসহকারে পালন করা হলো ভেলেংকিনী মারীয়ার পর্ব।

১৪ সেপ্টেম্বর, হাজারো খ্রিষ্টভক্তের উপস্থিতিতে এ পর্ব পালন করা হয়।

রাঙ্গামাটিয়া মিশনের জয়রামবের গ্রামে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় জয়রামবের ভেলেংকিনী মারীয়ার চ্যাপেল। এর পর থেকেই প্রতি বছর ভক্তি ও জাঁকজমকভাবে পালিত হয় ভেলেংকিনী মারীয়ার পর্ব।

পর্বের প্রস্তুতির জন্য চারদিন নভেনা প্রার্থনা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার সকাল ১০টায় পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত খোকন ভিনসেন্ট গমেজসহ আরো অনেকে। জয়রামবের গ্রাম ও মিশন থেকে প্রায় দুই হাজার ভেলেংকিনী মারিয়া ভক্ত খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন।

পর্বীয় আনন্দ বাড়াতে জয়রামবের যুবক-যুবতিরা বিকালে আয়োজন করে বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জয়রামবের ভেলেংকিনী মারীয়ার চ্যাপেল-এর পক্ষ থেকে গ্রামের কৃতি ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরবি.এসএমবি. ১৫ সেপ্টেম্বর ২০১৮