শিরোনাম :
টঙ্গীতে পিকআপ চাপা দিল রিকশাকে, আহত
নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় হত্যার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলকালীন সময়েই টঙ্গীর ফায়ার স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি পিকআপ দুটি রিকশাকে চাপা দিলে রিকশার চার যাত্রী গুরুতর আহত হন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের কারও নাম জানাতে পারেনি পুলিশ। গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সালেহ উদ্দিন আহমেদ জানান, সকাল সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী ফায়ার স্টেশনের সামনে ঢাকাগামী একটি পিকআপ সামনে থাকা দুটি রিকশাকে চাপা দেয়। এতে দুই রিকশার চার আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিকআপের চালককে আটক করেছে পুলিশ। আটক পিকআপচালক হাসান (২৭) টঙ্গীর মরকুন এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।
আরবি.পিআবি. ২ আগস্ট ২০১৮