শিরোনাম :
ট্রাম্পের সস্ত্রীক তাজমহল পরিদর্শন
প্রথম সরকারি সফরে সোমবার ভারতের আহমেদাবাদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বিকেল ৪টে ১৭ মিনিটে আগরা পৌঁছান তিনি। তিনি বিকেল ৫টা নাগাদ সপরিবারে তাজমহল পৌঁছান।
তাজমহলে এক ঘণ্টার মতো সময় কাটান তারা।
আজ সপরিবার ভারতে এসে আমদাবাদে গিয়ে প্রথমে সবরমতি আশ্রম পরিদর্শন করেন ট্রাম্প।
তাজমহলের ভিজিটরস বুকে মন্তব্য লিখেন তিনি। তার নীচে সই করলেন ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প। তাঁদের তাজমহল ঘুরে দেখান গাইড।
তাজমহলে ফটোশুট করেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প।
(সূত্র: আনন্দ বাজার পত্রিকা)