ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ট্রাম্প-গুতেরেস ফোনালাপ 

ট্রাম্প-গুতেরেস ফোনালাপ 

0
284

 

 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘের নতুন ও নবম সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের সাথে।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হক বলেন, “এটি একটি সৌজন্য-পরিচয়মূলক ফোনালাপ। উভয়েই যুক্তরাষ্ট্র-জাতিসংঘের সম্পর্ক নিয়ে খুবই চমকপ্রদ ও ইতিবাচক আলোচনা করেছেন।”

এই মুখপাত্র বুধবার সাংবাদিকদের জানান, “মহাসচিব বলেন, প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার পর ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছি।”

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস নতুন বছরের (২০১৭)নতুন ‍দিন থেকে  জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মহাসচিব হিসেবে দায়িত্বপালনের প্রথম দিনে গুতেরেস বলেন, যদিও জাতিসংঘের ভূমিকা নিয়ে অনেকের ভেতরে সংশয় রয়েছে। কিন্তু এই সংস্থার কারণেই অনেক মানুষের দুর্দশা লাঘব হয়।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হওয়ার কথা রয়েছে।

এসএন/আরবি/আরপি/০৫ জানুয়ারি, ২০১৭