শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতালে রোগি দেখা শুরু হবে নভেম্বরে
ডিসিনিউজ ।। গাজীপুর
চলতি বছরের নভেম্বর থেকেই ডিভাইন মার্সি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হবে বলে জানান ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
১৫ জানুয়ারি ঢাকা ক্রেডিটের একটি প্রতিনিধি দল কালীগঞ্জের মঠবাড়ীতে হাসপাতাল প্রকল্প পরিদর্শনকালে এই তথ্য জানান।
ঢাকা হাসপাতালের অবকাঠামোগত নিমার্ণ কাজ শেষ করে বর্তমানে ইন্টারিও ডেকোরেশনের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে হাসপাতালের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান ২০২২ সালের নভেম্বরে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দ্বারা উদ্বোধনের মাধ্যমে সেবার দ্বার উন্মোচিত হবে সমবায় অঙ্গনের প্রথম হাসপাতাল।
কাজের অগ্রগতি পরিদর্শনের সময় অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য পরামর্শক প্রতিষ্ঠান ও কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারদের সাথে এক আলোচনা সভায় কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাদের আহ্বান জানান এবং যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া প্রমুখ।