ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রকল্পের কনসেফচুয়াল মাস্টারপ্ল্যান প্রেজেন্টেশন

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রকল্পের কনসেফচুয়াল মাস্টারপ্ল্যান প্রেজেন্টেশন

0
506

ঢাকা ক্রেডিটের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রকল্পের কনসেফচুয়াল মাস্টারপ্ল্যান প্রেজেন্টশন শুরু হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ঢাকা ক্রেডিটের সাথে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস এন্ড এসোসিয়েটস লিমিটেড, বাংলাদেশ ইন জয়েন ভেঞ্চার এসোসিয়েট ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্ট লিমিটেড কোম্পানি তাদের প্রস্তাব উপস্থাপন করেছে।

আজ (সোমবার) ২৮ আগস্ট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ১৪ সদস্যবিশিষ্ট কমিটির উপস্থিতিতে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে সকাল ৯টায় পাওয়ার পয়েন্ট এবং এনিমেশনের মাধ্যমে এই কোম্পানি হাসপাতালের প্রস্তাবনা উপস্থপনা করেন।

ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস এন্ড এসোসিয়েটস লিমিটেড, বাংলাদেশ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রশীদ আহমেদ খান প্রস্তাবিত ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের কোন ফ্লোরে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, রোগি মারা গেলে কোথায় স্থানান্তর কক্ষ, কীভাবে বায়ু প্রবাহ হলে রোগিদের কোনো সমস্যা হবে না, গাড়ি পার্কিং কোথায় হলে সুবিধা হবে এবং মেডিকেল কলেজ ও নার্সিং ইনষ্টিটিউট কোথায় অবস্থিত হবে সে বিষয়ে ধারণা প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ (হাসপাতাল কমিটির আহ্বায়ক) সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা (হাসপাতাল কমিটির সচিব), ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, হাসপাতালের সিইও মেজর জেনারেল জন গমেজ (অব:), সদস্য নির্মল রোজারিও, সদস্য ইঞ্জিনিয়ার ষ্টিফেন ঘোষ, সদস্য টমাস গাইন (আইটি বিশেষজ্ঞ), ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি. গমেজ, এসিইও লিটন রোজারিও, সিও সুদান গাইন, সিও জোনাস গমেজসহ আরো অনেকে।

এ ছাড়াও ডিভাইন মার্সি জেনারেল হাসপাল কমিটির সদস্যরা পর্যায়ক্রমে আরো চারটি কোম্পানির সাথে হাসপাতাল প্রকল্পের প্রস্তাবনা বিষয়ে আলোচনা করবেন বলে জানান ঢাকা ক্রেডিটের সংশ্লিষ্টজনেরা।