শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম শিশুর জন্ম
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রতিষ্ঠান ডিভাইন মার্সি হাসপাতাল লি: এ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম শিশুর জন্ম হয়েছে।
১৪ মে, সকালে ঢাকার খিলক্ষেতের বাসিন্দা নাহিদা আকতারের কণ্যা সন্তানের জন্ম হয় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন মঠবাড়িতে অবস্থিত ডিভাইন মার্সি হাসপাতালে।
ডা: মারিয়া কিবতিয়ার, ডা: হাসান মুর্শেদ ও ডা: নাজিয়া সুলতানা’র তত্বাবধানে শিশুটির জন্ম হয়। ডাক্তারগণ জানিয়েছে মা ও শিশু উভয়েই সুস্থ আছেন।
নবজাতকের মা ও বাবাকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
৩১ জানুয়ারি, সমবায়ীদের প্রথম হাসপাতালটি আশির্বাদানুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করে এবং এটি খুব শীঘ্রই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
ঢাকা ক্রেডিটের সদস্যদের অর্থায়নে ৩০০ শয্যার হাসপাতালটি ইতোমধ্যেই সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে কার্যক্রম শুরু করেছে।