শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতালের স্টাফ রক রোজারিও ’র বাবা টমাস রোজারিও পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন।
৪ জানুয়ারী, ২০২৫ দুপুর ১২.৫৫ মিনিটে ইউনিভার্সাল হাসপাতালে হৃদরোগ জনিত কারনে অসুস্থ অবস্থায় তিনি প্রায় ৭৭-বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন।
টমাস রোজারিও নাগরী মিশনের পারারটেক গ্রামের ভার্জিনিয়া রোজারিও’র স্বামী , মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।
তার মৃত্যৃতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজসহ পরিচালনা পরিষদ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।