শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতালের সাথে মিশরের কপটিক অর্থডক্স চার্চের আলোচনা সভা
ডিসিনিউজ ।। ঢাকা
ডিভাইন মার্সি হাসপাতাল লি: এবং ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে মিশরের কপটিক অর্থডক্স চার্চের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ জুলাই, ঢাকা ক্রেডিটের সভা কক্ষে সমিতির প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কপটিক চার্চের পুরোহিত আগস্টিন রেজ্ক এবং ডিকন বাভলি সাবনি’র সাথে ডিভাইন মার্সি হাসপাতাল প্রতিষ্ঠা, চিকিৎসা কার্যক্রম এবং কপটিক চার্চের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় উভয় পক্ষ চিকিৎসা সেবায় এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, ডিভাইন মার্সি হাসপাতালের প্রধান নির্বাহী অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজসহ ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দরা।
আলোচনা সভায় প্রেসিডেন্ট ও অন্যান্য অতিথিরা ঢাকা ক্রেডিটের নির্মীয়মান ডিভাইন মার্সি হাসপাতাল প্রতিষ্ঠার বর্তমান চিত্র তুলে ধরেন। এ সময় কপটিক চার্চের পুরোহিত আগস্টিন রেজ্ক ও ডিকন বাভলি ডিভাইন মার্সি হাসপাতলের সাথে সহযোগিতাপূর্ণ কাজের আশা প্রকাশ করেন। তারা উল্লেখ করেন, কপটিক অর্থডক্স চার্চ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা সেবা প্রদান করে। আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশের চিকিৎসক কপটিক চার্চের এই কার্যক্রমে অংশিদার হয়ে এই সেবায় ভলান্টিয়ার সার্ভিস প্রদান করে থাকে। বিভিন্ন দেশে সেবা প্রদানের লক্ষে মিশরের পর বাংলাদেশ তাদের দ্বিতীয়তম সেবা প্রদানের দেশ হিসেবে পছন্দের তালিকায় রয়েছে। এই ক্ষেত্রে তারা ডিভাইন মার্সি হাসপাতালের সাথে কাজ করতে চায়।
এ সময় প্রেসিডেন্ট কোড়াইয়া তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা খুশি যে আপনারা আমাদের সাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন। ভবিষ্যতে আরো আলোচনা সাপেক্ষে একটি নির্দিষ্ট চুক্তির মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবায় কাজ করতে পারবো।’
আলোচনা সভার শুরুতে প্রেসিডেন্ট ও অন্যান্য অতিথিরা মিশর থেকে আগত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান। এ দিন ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।