শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতাল পরিচালনায় ‘হসপিটাল ইনফরমেশন সিস্টেম’
ডিসিনিউজ।। ঢাকা
ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর জন্য হসপিটাল ইনফরমেশন সিস্টেম (HIS) পরিচালনার জন্য নেক্সটজেন ইনোভেশন লি: এর সাথে ২৫ অক্টোবর, ঢাকা ক্রেডিটে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল নির্মান কমিটির সদস্য ও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিট এর সিইও লিটন টমাস রোজারিও , হাসপাতালের সিইও মেজর জে. (অব:) জন গমেজ, হাসপাতালের এডমিন ডিরেক্টর রঞ্জন ফ্রান্সিস রোজারিও, মেডিকেল ডিরেক্টর ব্রায়েন বি. হালদার, নেক্সটজেন ইনোভেশন লি: এর চেয়ারম্যান খালেকুর রহমান, নেক্সটজেন ইনোভেশন লি: এর সিইও সুমন খান।