শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতাল লি:’র বাস্তবায়ন কমিটির সভা ও হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন
ডিসিনিউজ।।কালীগঞ্জ
১ এপ্রিল, ডিভাইন মার্সি হাসপাতাল লি:’র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে মঠবাড়ীতে হাসপাতালের প্রশাসনিক অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য এবং উপ-নিবন্ধক (প্রশাসন), সমবায় অধিদপ্তর জনাব মোছাঃ নূর-ই-জান্নাত, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য এবং কতোয়ালী থানা সমবায় অফিসার, সমবায় অধিদপ্তর জনাব তাসলিমা আক্তার, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সিস্টার মেরী নিবেদিতা রিবেরু, সদস্য এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্টু সি গমেজ, সদস্য এবং ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, সদস্য এবং ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর সিইও মেজর জেনারেল (অবঃ) জন গমেজ, সদস্য এবং ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর একাউন্টস এন্ড ফাইন্যান্স পরিচালক শীরেন সিলভেষ্টার গমেজ, ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর মেডিকেল সার্ভিসেস পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ব্রাইন বাঙ্কিম হালদার ও ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সকলে নির্মিতব্য ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ এর নির্মাণ কাজ ঘুরে দেখেন। এ সময় ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর সিইও মেজর জেনারেল (অবঃ) জন গমেজ নির্মাণ কাজের বিস্তারিত আলোচনা করেন। এরপর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আলোচনা সভা শুরু হয়। সভায় সকলে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।