ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ডিভাইন মার্সি হাসপাতাল লি: কমিটির মিটিং অনুষ্ঠিত

ডিভাইন মার্সি হাসপাতাল লি: কমিটির মিটিং অনুষ্ঠিত

0
254

ডিসিনিউজ।।

২৪ অক্টোবর, মিটিং এর অন্যান্য বিষয়ের সাথে হাসপাতালটির শুভ উদ্বোধন দিয়ে আলোচনা করা হয়। হাসপাতাল কমিটির আহ্বায়ক বাবু মার্কুস গমেজ এর পরিচলানায় মিটিং এ উপস্থিত ছিলেন হাসপাতাল নির্মান কমিটির সদস্য ও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, নির্মান কমিটির সদস্য নির্মল রোজারিও, নির্মান কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, হাসপাতাল কমিটির সদস্য-সচিব পংকজ গিলবার্ট কস্তা, হাসপাতাল নির্মান কমিটির সদস্য ও সমবায় অধিদপ্তারের উপ-নিবন্ধক নূর-ই-জান্নাত, মেট্রোপলিটন  থানা সমবায় অফিসার ও হাসপাতাল নির্মান কমিটির সদস্য তাসলিমা আক্তার, নির্মান কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ইঞ্জিনিয়ার  জর্জ ষ্টিফেন ঘোষ, জোনাস এ. বটলেরু, সিস্টার মেরী নিবেদিতা রিবেরু, লিন্টু খৃষ্টফার গমেজ, লিটন টমাস রোজারিও, মেজর জে. (অব:) জন গমেজ, আলবার্ট আশীষ বিশ্বাস ও হাসপাতালের এডমিন ডিরেক্টর রঞ্জন ফ্রান্সিস রোজারিও।