শিরোনাম :
ডিসিচাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে “ঈদ উৎসব পালন”
ডিসিনিউজ।।ঢাকা
২৬ জুন, সকাল ১০.৩০ ঘটিকায় ডিসিচাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ঈদ-উল-আযহা উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন টিচার অঞ্জলী মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষিকামন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রিন্সিপাল তার বক্ত্যবের মাধ্যমে ঈদের অর্থ, অন্যের জন্য কিছু করা, নিজের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা ইত্যাদি বিষয় সম্পর্কে সহজভাবে ছাত্রছাত্রীদের বলেন। এছাড়াও ভিডিও কিøপ এর মাধ্যেমে ছাত্রছাত্রীদের সামনে বিষয়টি ব্যাখ্যা করা হয়।
এরপর একে একে ছাত্রছাত্রীরা গান, নাচ ইত্যাদি পরিবেশন করে। পরে গ্রুপ এ্যাক্টটিভির মাধ্যেমে অনুষ্ঠান শেষ করা হয়।