শিরোনাম :
ডিসিনিউজবিডিডট কমে স্থানীয় সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ডিসিনিউজবিডি ডটকম জেলা ও বিভাগীয় অঞ্চলের কিছু সংখ্যক উদ্যোমী সংবাদকর্মী নিয়োগ করতে যাচ্ছে। ইতিপূর্বে ডিসিনিউজ বিভিন্ন জেলাভিত্তিক বেশকিছু সংবাদকর্মী নিয়োগ দিয়েছে।
dcnewsbd.com একটি অনলাইন জাতীয় সংবাদ মাধ্যম। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিচিত্র ঘটনা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে ডিসিনিউজবিডিডট কম কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার, উন্নয়ন, জুলুম-নির্যাতন, ঘটনাপ্রবাহ, দৈনন্দিন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংবাদসহ নানা বিষয় নিয়ে ডিসিনিউজ বিশ্বের নানা প্রান্তে।
নিয়োগের স্থান/কর্ম এলাকা : বরিশাল, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি, নোয়াখালী, দিনাজপুর, রাজশাহী, সিলেট, খুলনা।
শর্তসমূহ :
– স্থানীয় বসবাসকারী এবং উদ্যোমী
– ডিজিটাল যোগাযোগ বিষয়ে দক্ষ
– শিক্ষাগত যোগ্যতা : সর্বোনিম্ন এসএইচসি পাস
– ছাত্র/ছাত্রী এবং অন্য পেশার সাথে জড়িত থেকেও এ কাজে আগ্রহী
– সাংবাদিকতা পেশায় ইচ্ছুক
সম্মানী/ বেতন : মাসিক ৩,০০০ টাকা মাত্র।
আগ্রহী প্রার্থীগণ আগামাী ৭ অক্টোবর, ২০১৭ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পূর্ণ জীবনবৃত্তান্তসহ স্থানীয় পাল-পুরোহিত/পালক/পাস্টরের চিঠি, সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য জাতীয় দৈনিকের প্রথম সারির পেশাদার সাংবাদিক দ্বারা চারদিনের ব্যাসিক জার্নালিজম কোর্সের ব্যবস্থা করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
বার্তা সম্পাদক
রেভা. ফাদার চার্লস জে. ইয়ং ভবন
১৭৩/১/এ/, পূর্ব তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা- ১২১৫।
ই-মেইল : robin.bhk@gmail.com, newseditor@dcnewsbd.com
আরবি/আরপি/১১ সেপ্টেম্বর, ২০১৭