ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডিসিনিউজের সম্পাদকের ওপর অতর্কিত হামলা: থানায় সাধারণ ডায়েরী

ডিসিনিউজের সম্পাদকের ওপর অতর্কিত হামলা: থানায় সাধারণ ডায়েরী

0
841

ডিসিনিউজ বিডিডটকমের সম্পাদক রাফায়েল পালমা নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন। গতকাল রাতে শেরে বাংলা নগর থানায় তিনি এ সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নম্বর ১৯৪৩ তাং ২৭/১/১৭।

৬ নং পূর্ব রাজাবাজারে নিজ ফ্ল্যাটে বসবাসরত দীপক পিরিছ তার অনুসারীদের উপস্থিতিতে অতর্কিত হামলার প্রেক্ষিতে তিনি এই ডায়েরী করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২৭ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার দিকে সম্পাদক রাফায়েল পালমা তার পূর্ব রাজাবাজার (সাধনপাড়া) নিজ বাসায় ফিরছিলেন। দীপক পিরিছ পূর্বপরিচিত হওয়ায় সম্পাদক তাকে অভিবাদন জানান, কিন্তু অভিবাদনের কটু জবাব দিয়ে দীপক পিরিছ সম্পাদক সাহেবের রাস্তা রোধ করে দাঁড়ান এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে দীপক পিরিছ তার বয়সের অনেক ব্যবধানের এই সম্পাদকের বুকে উপর্যপুরি জোরে ধাক্কা দেন এবং নোংরা ভাষায় গালি দিয়ে তার সহযোগীদের উদ্দেশ্য করে বলেন: ‘বেটারে মেইন রোডে নিয়ে চল, সাইজ করি।’ সম্পাদককে একা পেয়ে সহযোগীদের সমন্বয়ে এহেন আক্রোশকে সম্পাদক তার প্রাণনাশের ইঙ্গিত বলে মনে করেন।

01১৫ জানুয়ারি ঢাকা ক্রেডিটের নির্বাচনের বেশ কয়েকদিন আগেও দীপক পিরিছ তাকে ‘দেখে নেবে’ বলে হুমকি দিয়েছিলেন। কোন ধরনের উসকানি ব্যতিরেকে শুধু পেশাগত দায়িত্ব পালনের জন্য দীপক পিরিছের এ ধরনের হুমকি খেটেখাওয়া সাধারণ মানুষের জন্য ঝুঁকি বলে মনে করছেন সাধারণ জনগণ।

ঢাকা ক্রেডিটের সাফল্যময় কার্যক্রমকে সাধারণ সদস্য-সদস্যাদের মধ্যে নানাভাবে উপস্থাপন করার কাজে নিরলসভাবে কাজ করে যাওয়ায় পালমার ওপর অতর্কিত হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সমিতির পরিচালনা পর্ষদ, কর্মী বাহিনী এবং সাধারণ সদস্য-সদস্যাগণ। তারা এমন হীন কাজের প্রকৃত কারণ উদঘাটন করাসহ দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

দীপক পিরিছের বিভিন্ন সময়ে হুমকি-ধামকি এবং এ ধরনের হামলায় ঢাকা ক্রেডিটের সহকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এই জঘন্য কাজের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, ঢাকা ক্রেডিটের একজন প্রাক্তন সেক্রেটারি হয়েও যিনি পেশাগত দায়িত্বপালনকারী কর্মীদের ওপর এ ধরনের হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়, সে মানুষের সমতুল্য নয়। এ ধরনের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। সহকর্মীরা পিরিছের মতো ঘৃণ্য ব্যক্তিকে সামাজিক কার্যক্রম থেকে দূরে রাখার এবং সমাজের সকল অবস্থান থেকে বহিস্কারের দাবি জানান।

সম্পাদকের ওপর হামলার ঘটনা শুনে ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান পূর্ণিমা মারিয়া গমেজ বলেন, এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। ঢাকা ক্রেডিটের কোনো কর্মী কখনোই এই প্রতিষ্ঠানের নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলে না। পিরিছ হিংস্রভাবে যে আচরণ করেছে, তা কোনো সুস্থ্য-স্বাভাবিক মানুষ করতে পারে না বলে কর্মকর্তাগণ উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের কর্মকান্ড সমাজের জন্য দীর্ঘমেয়াদি অমঙ্গল বয়ে আনবে।

ঢাকা ক্রেডিটের নির্বাহী অফিসারবৃন্দ বলেন, কর্মীগণ কখনোই ঢাকা ক্রেডিট নির্বাচন বা অন্য কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করে না যা ঐতিহাসিকভাবে প্রমানিত; বরং নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুসারে অক্লান্ত পরিশ্রম করে ঢাকা ক্রেডিটকে আজ উন্নতির এ স্বর্ণশিখরে নিয়ে এসেছে। সমাজের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের প্রতি এমন আচরণে নিরাপত্তাহীনতায় ভুগছে ঢাকা ক্রেডিটের সকল কর্মী। তারা সংশ্লিষ্ট আচরণে বিস্মিত ও হতবাক। এ সময় তারা দীপক পিরিছের উদ্ধতপূর্ণ কার্যক্রমের তীব্র নিন্দা জানান এবং বর্তমান কার্যকরি পরিষদের নিকট বিচার দাবি করেন।