ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে অমর একুশ পালন

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে অমর একুশ পালন

0
323

ডালিয়া ম্যাগডেলিন রড্রিক্স ॥ ঢাকা

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিসি  চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার বইমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সেন্টারের প্রাঙ্গণে উদযাপন করে থাকে কিন্তু এই বছর করোনা মহামারির কারণে তা আর হয়ে উঠেনি।

তবে ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি অনলাইনের মাধ্যমে পালন করেছে চাইল্ড কেয়ারের শিশুরা ও শিক্ষিকাগণ। এতে উপস্থিত ছিলেন চাইল্ড কেয়ারের চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, অধ্যক্ষ ডালিয়া ম্যাগডেলিন রড্রিক্স, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক মন্ডলী ও শিক্ষিকাগণ। চাইল্ড কেয়ারের চিফ অফিসার সুইটি সি পিউরীফিকেশন ও অধ্যক্ষ ডালিয়া ম্যাগডেলিন রড্রিক্স তাঁদের বক্তব্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে ও ভালোবাসতে ছাত্র-ছাত্রী উদ্বুদ্ধ করেন।

এরপর সকলের অংশগ্রহণে ছড়া, গান, কবিতা ইত্যাদি পরিবেশন করা হয়। এ ছাড়াও দুজন শিক্ষিকা ও দুইজন অভিভাবক মাতৃভাষার ওপর আলোচনা করেন। সর্বশেষে ছোট ছোট ছাত্রী-ছাত্রীরা শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলির ছবি আঁকে ও তা প্রদর্শন করে।