শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ঈদ উদযাপন
অসাম্প্রদায়িক বাংলাদেশে ঈদের আদন্দ ও তাৎপর্য সকলের মাঝে ছড়িয়ে দিতে ডিনি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ঈদ উল আযহা উদযাপিত হয়।
১২ জুন, ঢাকা ক্রেডিটের প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ঈদ উল আযহা উদযাপন করা হয়। রাজধানী মনিপুরিপাড়াস্থ ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের নিজস্ব ক্যাম্পাসে এই উৎসব আন্তঃধর্মীয়ভাবে সকলের উপস্থিতিতে উদযাপিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টারের শিক্ষক লিপি অ্যাগনেস এবং মৌ গমেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষিকামন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সবাই ঈদ উপলক্ষ্যে বিশেষ পোশাক পরিধান করে। ছাত্রছাত্রীদের দলীয় বিশেষ গান, নাচ এবং ছড়া পরিবেশন ও ঈদের কার্ড তৈরি করে এবং বিতরণ পুরো অনুষ্ঠানকে মাফস্যমন্ডিত করে তোলে।