ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ারের শিশুদের দাদা-দাদি, নানা-নানীদের নিয়ে গ্রান্ড পেরেন্টস্ ডে পালন

ডিসি চাইল্ড কেয়ারের শিশুদের দাদা-দাদি, নানা-নানীদের নিয়ে গ্রান্ড পেরেন্টস্ ডে পালন

0
273

ডিসিনিউজ ।। ঢাকা

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের দাদা-দাদি, নানা-নানীদের নিয়ে পালন করা হলো গ্রান্ড পেরেন্টস্ ডে।

১০ সেপ্টেম্বর, ফার্মগেটের মনিপুরীপাড়ায় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের ক্যাম্পাসে সেন্টারের শিশুদের দাদা-দাদি, নানা-নানীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগ্স বলেন, ‘কোমলমতি শিশুদের কখনো পড়াশোনার জন্য চাপ প্রয়োগ করা ঠিক না। তাদের মন মতো চলতে দেওয়া এবং সুবিধা অনুসারে পড়াশোনার সহযোগিতা করা উচিত। তবে, ভাল-মন্দ বিবেচনার জন্য সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন। তাদের সাথে সময় কাটানো, খেলাধুলা ও সৃজনশীল অনুশীলনের উৎসাহিত করা প্রয়োজন। আজকের শিশুরাই ভবিষ্যতে দেশ ও জাতির হাল ধরবে।’

এ সময় তিনি উপস্থিত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে শিশুরা নাচ, গান, ছড়া-কবিতাসহ বিভিন্ন উপস্থাপনায় অংশ নেয়। এ ছাড়াও শিশুরা ও অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ দিন পুরস্কার হিসেবে বিজয়ীদের গাছের চারা প্রদান করা হয়।

আনন্দঘন এই অনুষ্ঠানে শিশুরা তাদের দাদা-দাদি, নানা-নানীদের নিয়ে কেক কেটে দিনটি উপভোগ করে।