শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ারে কর্মক্ষেত্রে চাপ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডিসিনিউজ ॥ ঢাকা
ফার্মগেট মনিপুরীপাড়ায় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয় কর্মক্ষেত্রে চাপ ব্যবস্থাপনা (Stress Management at workplace) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
১৪ মার্চ, সকাল ১০টায় ডিসি চাইল্ড কেয়ার, নদ্দার ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল, মদনপুরের ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষকদের সমন্বয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলারস্-এর বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেরস জে. আলী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় অফিসে পারিপার্শিক অবস্থা, কর্মক্ষেত্রে কাজে চাপ, সহকর্মীদের সাথে সমঝোতা, পরিস্থিতি ও নিজের দায়িত্ববোধসহ কীভাবে কর্মক্ষেত্রে কাজ করতে হয় সেই বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও কর্মক্ষেত্র ও পরিবারের সাথে সমন্বয় করে কীভাবে নিজেকে পরিচালনা করা সম্ভব প্রশিক্ষক জে. আলী তা বাস্তবভিত্তিক উদাহরণ ও গল্পের মাধ্যমে উপস্থাপন করেন।
অফিসে কীভাবে অতিরিক্ত কাজের মধ্যে, সহকর্মীদের সাথে সমঝোতা করে, অফিস রাজনীতি ত্যাগ করে, পারিবারিক ও কর্মক্ষেত্র সমন্বয় করে, শিক্ষক হিসেবে অভিভাবক ও সহকর্মীদের সাথে সমন্বয় করে নিজেকে শান্ত রেখে দায়িত্ব পালন করে সফল হওয়া যায় এসব বিষয়ে ব্যাখ্যা করেন প্রশিক্ষক।
তিনি বলেন, ‘আমরা যতটুকু কাজ করি, তা যেন স্মার্টলী করতে পারি। এ ছাড়াও অফিসের বস নেতিবাচক মনের হতে পারে, সেক্ষেত্রে যথাসম্ভব মানিয়ে নিয়ে কাজ করতে হবে। অফিসের কাজে সব সময় ইতিবাচক ধারণা পোষণ করে কাজ করতে হবে। কেউ কেউ হয়তো বসদের তেল দেয়, কিন্তু বস এবং অন্যান্যরা জানে একজন দক্ষকর্মী কীভাবে কাজটি করে যাচ্ছে। সেই মতোই সে সম্মান ও গুরুত্ব পায়। আপনি সঠিকভাবে কাজ জানলে এবং করতে পারলে আপনার মূল্যায়ন পাবেনই।’
‘আপনারা শিক্ষক হিসেবে মানুষ গড়ার কারিগর হয়ে সবচেয়ে মহান দায়িত্বটি পালন করছেন। যখন একজন শিক্ষার্থী অনেক বড়কিছু হয়, তখনই একজন শিক্ষকের সাফল্য আসে’ বলেন প্রশিক্ষক জে. আলী।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নদ্দার ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের অধ্যক্ষ আনন্দ চৌধুরি ডিসিনিউজকে বলেন, ‘আমরা শিক্ষক হিসেবে আজকের কোর্সটি সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। অধিক চাপের মধ্যে থেকে কীভাবে সহকর্মীদের সাথে মানিয়ে নিয়ে অভিভাবকদের সাথে সমন্বয় করে কাজ করা যায়, তা শিখতে পারলাম।’
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী মদনপুরের ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষক খাদিজা আক্তার ডিসিনিউজকে বলেন, ‘আজকের এই প্রশিক্ষণ আমাদের পেশাদারি জীবনে অনেক কাজে আসবে। কীভাবে অতিরিক্ত কাজের চাপ সামাল দেওয়া যাবে, তার একটি পরিচ্ছন্ন ধারণা আজ পেলাম। আমি ফিরে গিয়ে স্কুলে এই প্রশিক্ষণের শিক্ষা কাজে লাগাবো।’
‘আজকের এই প্রশিক্ষণটি ছিল বর্তমান সময়ের জন্য খুবই দরকারি। ধন্যবাদ জানাই ঢাকা ক্রেডিটকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি প্রতিষ্ঠানে আরো বেশি সাবলিল হতে পারবো’ ডিসিনিউজকে জানান ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষক লিপি আগ্নেশ বাড়ৈ।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার (সিইও) লিটন টমাস রোজারিও, এডুকেশন প্রকল্পের কনসার্ন সিও সিসিলিয়া সুইটি পিউরীফিকেশন, মনিপুরীপাড়া সেবা সেন্টারের ম্যানেজার বিপুল টি. গমেজ, চাইল্ড কেয়ারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগ্সসহ আরো অনেকে।
অংশগ্রহণকারীদের উদ্দেশে সিইও লিটন রোজারিও বলেন, ‘মানুষ হিসেবে সকলেরই চাপ রয়েছে। এটা এড়ানো সম্ভব নয়, তবে কাটিয়ে উঠতে হবে। জীবন একটাই, তাই আমাদের জানতে হবে কীভাবে জীবনযাপন করতে হয়। যখন আমরা জীবনযাপন সম্পর্কে শিখতে পারবো, তখন একজন পরিপূর্ণ মানুষ হতে পারবো।’
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা ক্রেডিটের এডুকেশন প্রকল্পের প্রায় পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিটের ৭৫টি প্রডাক্ট ও প্রকল্প রয়েছে। এর মধ্যে ৩০টি সামাজিক প্রকল্প, যার সেবা নিতে পারবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে।