শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ভার্চুয়ালভাবে স্বাধীনতা দিবস পালন
ডালিয়া রড্রিকস ।। ঢাকা
ফার্মগেট মনিপুরীপাড়ায় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিক্ষক ও শিশুদের নিয়ে ভার্চুয়ালভাবে পালন করা হয় স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস।
সকাল সাড়ে ১০টায় চাইল্ডকেয়ার এন্ড এডুকেশন সেন্টার প্রকল্পের সিও সুইটি পিউরিফিকেশন, প্রিন্সিপাল ডালিয়া রড্রিকস এবং শিক্ষিকাগণসহ অভিভাবক ও্ ছোট ছোট সোনামনিরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই শিশুদেরকে জিজ্ঞাসা করা হয় স্বাধীনতা কি এবং কেন স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়? শিশুরা তাদের মত করে উত্তর দিয়েছে। পরে তাদেরকে মহান স্বাধীনতা দিবস সম্পর্কে জানানো হয়।
এরপর শিশু ও শিক্ষিকাদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিভাবকদের মধ্যে থেকে লুনা পালমা (এডেন পালমার মা) স্বাধীনতা দিবস উৎযাপন সম্পর্কে কিছু কথা বলেন। পরে শিশুরা স্মৃতিসৌধের ছবি আঙ্কন ও রং করে।
ডিআর/আরবি. ২৫ মার্চ ২০২১/ ডিসিনিউজ