ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

0
259

ডিসিনিউজ ।। ঢাকা

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পালন করা হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ শ্লোগানকে উপজীব্য করে ২০ ফেব্রুয়ারি সেন্টারের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবক মন্ডলি এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।

৫২’র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

সকাল ১০টা থেকে অনলাইন ও অফলাইনে একযোগে শিক্ষার্থী, অভিভাক ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চিফ অফিসার সুইটি সি. পিউরীফিকেশন, মনিপুরীপাড়া সেবাসেন্টারের ম্যানেজার প্রফুল্ল এল. রোজারিও, সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগসসহ আরো অনেকে।

শুরুতে চিফ অফিসার সুইটি পিউরীফিকেশন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস তার বক্ত্যবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মার্তৃভাষা বাংলা চর্চা ও শ্রদ্ধা করতে অনুপ্রাণিত করেন। এরপর শিক্ষক অঞ্জলী ছাত্রছাত্রীদের কাছে শহীদ দিবসের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

এরপর একে একে শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা গান, কবিতা আবৃত্তিসহ দেশীত্ববোধক পরিবেশনা উপস্থান করেন। পরে ছাত্রছাত্রীরা ফুলের রিং রং করার মাধ্যেমে অনুষ্ঠান শেষ করা হয়।