শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পালন করা হলো বুদ্ধ পূর্ণিমা
ডিসিনিউজ ।। ঢাকা
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের আয়োজনে পালন করা হলো বুদ্ধ পূর্ণিমা।
১৬ মে, চাইল্ড কেয়ারের শিশুদের অংশগ্রহণে ফার্মগেটের মনিপুরীপাড়ায় অবস্থিত ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেন্টারের সিও সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন অনুষ্ঠানে শিশুদের জানার জন্য দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকল উৎসবই সর্বজনীনভাবে পালন করাই যে উৎসেবর মূল আনন্দ সেই বিষটি তুলে ধরেন।
এ ছাড়াও সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগ্স গৌতম বুদ্ধের জীবনী নির্ভর ভিডিওর মাধ্যমে তাঁর জীবনাদর্শ ও মূল শিক্ষা বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিশুদের গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে শিশুরা নাচ, গান, আবৃতির মাধ্যমে দিনটি উদযাপন করে।