ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বাবা দিবস পালন

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বাবা দিবস পালন

0
247

ডিসিনিউজ।। ঢাকা

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের নিয়ে পালন করা হলো বাবা দিবস।

১৯ জুন, রবিবার, মনিপুরীপাড়ায় অবস্থিত আন্তর্জাতিকমানের এই সেন্টারে বিশে^র সকল বাবাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বাবা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের সিও শিশিলিয়া সুইটি পিউরীফিকেশন, শিশুদের পিতা-মাতা এবং শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে, সিও শিশিলিয়া সুইটি বাবা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় বাবাদের প্রতি শ্রদ্ধা ও তার নির্দেশ মতো জীবন পরিচালনার জন্য শিশুদের উৎসাহীত করেন তিনি।

সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগ্স বাবাদের প্রতি শ্রদ্ধাশীল ও অনুসারী হওয়ার জন্য শিশুদের অনুপ্রেরণা দেন। তিনি বলেন, ‘তোমরা তোমাদের বাবাদের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকবে। তিনি সব সময় তোমাদের পরম যতেœ বড় করেন। তার দেখানো পথে তোমারা চললে জীবনে ভাল মানুষ এবং প্রতিষ্ঠিত হতে পারবে।’

এরপর একে একে ছাত্রছাত্রীরা বাবা দিবসের বিশেষ গান এবং নাটক পরিবেশন করে। পরে ছাত্রছাত্রীরা বাবাদের জন্য ব্যাচ তৈরি করে যাতে লেখা ছিল ‘তোমাকে ভালবাসি বাবা।’ পরে দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যেমে অনুষ্ঠান শেষ হয়।