ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে জাতীয় শোক দিবস পালন ও মিশরীয়...

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে জাতীয় শোক দিবস পালন ও মিশরীয় প্রতিনিধি দলের সেন্টার পরিদর্শন

0
202

ডিসিনিউজ ।। ঢাকা

রাজধানী ফার্মগেটের মনিপুরীপাড়ায় অবস্থিত ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশুদের নিয়ে পালন করা হলো জাতীয় শোক দিবস। সেই সাথে মিশরীয় এক প্রতিনিধি দল সেন্টার পরিদর্শন করেন।

১৪ আগস্ট, সেন্টরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ দিন জাতির পিতা ও পরিবারে নিহতের সকলের আত্মার চিরকল্যাণ কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস শিশুদের দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাস ভবনে বঙ্গবন্ধুসহ পরিবারের সবাইকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। কিছু দুষ্কৃতিকারী সামরিক সেনা সদস্য এ দিন নির্বিচারের বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় দু’জনকে হত্যা করতে পারেনি। স্বাধীনতার মহানায়ক জাতির পিতার এই মৃত্যুদিনটিকে বাঙালি জাতি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে। আজ আমরা এই মহামানবের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সাথে তাঁর ও পরিবারের নিহত সকলের আত্মার চিরশান্তি কামনা করি।’

সেন্টরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।

এদিন তিনজন মিশরীয় প্রতিনিধি চাইল্ড কেয়ার পরিদর্শন করেন। তারা শোক দিবসে শিশুদের পরিবেশিত গল্প, ছড়া, গান ও বিভিন্ন উপস্থাপনা উপভোগ করেন। এ সময় তারা শিশুদের ভাল মানুষ হয়ে গড়ে ওঠার অনুপ্রেরণা দেন।