ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালুইন দিবস পালন (ছবি)

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালুইন দিবস পালন (ছবি)

0
559

ডিসিনিউজ:
আজ ঢাকা ক্রেডিট চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের নিয়ে ফার্মগেটের মনিপুরীপাড়ায় জাকজমক সহকারে হ্যালুইন দিবস পালন করা হয়েছে।
সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিক্স ডিসিনিউজকে বলেন, সকল মন্দাকে দূর করে ভালোকিছুকে গ্রহণ করার কথা বলেছি শিশুদের। শিশুরা যেন ভালোকিছু গ্রহণ করে নিজেদের জীবনে তা প্রয়োগ করতে পারে সেই উদ্দেশে হ্যালুইন দিবস পালন করছি। পৃথিবীকে দুটি দিক রয়েছে। একটি আলো এবং অন্যটি অন্ধকার। শিশুরা যেন তাদের জীবনে আলোর দিকটি গ্রহণ করে।
হ্যালুইন দিবসে শিশুরা ভূতের প্রতীকি পোশাক পরিধান করে নাচ-গান করে। পরে শিশুরা মন্দতার বিভিন্ন ছবি কাগজ ও আঠা দিয়ে তৈরি করে। দিবসটি উপভোগ করেছে শিশুরা।

[wp1s id=”10094″]