ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডিসি চাইল্ড কেয়ার হবে শিশুদের জন্য আনন্দের জায়গা

ডিসি চাইল্ড কেয়ার হবে শিশুদের জন্য আনন্দের জায়গা

0
317

ঢাকা ক্রেডিটের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের পরামর্শক ডেভিড লী তার পেশাগত দায়িত্ব পালনের জন্য ডিসেম্বরের ২ তারিখে পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন। তিনি ঢাকা ক্রেডিটের নিজস্ব ভবনে দেড় বছর থেকে ৬ বছর বয়সের শিশুদের সারা দিনের জন্য থাকা-খাওয়া ও ক্যাম্ব্রিজ পাঠ্যক্রমে শিক্ষার বিষয়ে মায়ের সাথে কথা বলেন।

৩ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় তিনি মনিপুরীপাড়ায় ওই সেন্টারের ক্যাম্পাসে ১০ জন; ৪ তারিখে, রোববার পূর্বরাজাবাজারের একটি এপার্টমেন্টের নিচতলায় পায় ৪০ জন মায়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ও মতবিনিময় করেন। আজ সোমবার, ৫ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে প্রায় ১০০ জন মায়ের সাথে চাইল্ড কেয়ার সেন্টারের নানামুখি সেবা ও সুবিধাদি নিয়ে কথা বলেছেন। তিনি শিশুবান্ধব পরিবেশ, খাবার, খেলনা, শিক্ষা উপকরণ, ইত্যাদির বিষয় উল্লেখ করেন।

01তিনি বলেন, একটি শিশুর গঠনের সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিজেরাই তাদের ভালমন্দ আবিষ্কারের জন্য মহিলা টিচারদের সাহয্য নিবে। ডেভিড বলেন, শিশুরা নিজেরাই খেলাধুলা, শিক্ষামূলক খেলনা, নানা চিত্তাকর্ষক অনুশীলনের মাধ্যমে তাদের জীবনের সম্ভাবনা আবিষ্কার করবে ও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, টিচাররা সাহয্যকারীর ভূমিকা পালন করবেন মাত্র।

মায়েদের সভায় ডেভিডের বক্তব্যের দুভাষী হিসেবে কাজ করেন ঢাকা ক্রেডিটের সহকারী চীফ অফিসার লিটন টমাস রোজারিও। সঙ্গে ছিলেন ছয় জন মহিলা টিচার যারা মানপুরীপাড়ায় ওই চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিুশুদের খবার, যত্ন, বিশ্রাম, লেখাপড়ার ও নানা অনুশীলনের দায়িত্ব নিবেন। তাদের জীবনের সম্ভাবনাময় বিষয়গুলোকে আবিষ্কারে সহায়তার কাজে ব্যাপৃত থাকবেন।

ডেভিড বলেন, টিচাররা শিশুদের কোনো কিছুকে ভাল বলতে বা খারাপ হিসেবে গ্রহণ করতে চাপ সৃষ্টি করবেন না। বিশেষ অনুশীলনের মাধ্যমে তারা নিজেদের ভাল-মন্দ চিনে নিতে পারবে। এভাবেই তারা নিজেদের ভবিষ্যৎ গড়বে।

04ছয় জন মহিলা টিচারের মধ্যে তিন জন নভেম্বর মাসে সিঙ্গাপুরে ডেভিডের সাতটি নিজস্ব চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে একমাসের প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছেন। তারাই ঢাকার মনিপুরীপাড়ার এই সেন্টারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের যাবতীয় সেবাযতœ ও শিক্ষার দায়িত্ব নিবেন। ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিনিসপাল ডালিয়া রড্রিগস্ ডিসিনিউজকে বলেন, এই সেন্টার বাংলাদেশের জন্য নতুন বিষয়। এই সেন্টার হবে শিশুদের জন্য একটি আনন্দের জায়গা যেটা স্কুল ও পরিবারের সংমিশ্রন। বাড়তি কোনো চাপই শিশুদের থাকবে না, অথচ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে তারা।

কনসালটেন্ট ডেভিড লীর নিদের্শনায় এগিয়ে চলেছে ঢাকা ক্রেডিটের চাইল্ড কেয়ার এ- এডুকেশন সেন্টার প্রতিষ্ঠার কাজ। ঢাকা ক্রেডিটের সাথে চুক্তি অনুযায়ী ডেভিড লী প্রাথমিক কাজ হিসেবে চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার প্রকল্পের সাথে ঢাকা ক্রেডিটের সংশ্লিষ্ট বিভাগ এবং কর্মীদের সাথে মতবিনিময় করেন।

03উল্লেখ্য যে, ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি বছরের ২৯ আগস্ট, সোমবার সকালে ডেভিড লী ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মীবৃন্দ, মার্কেটিং এবং মিডিয়া সেলের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি চাইল্ড কেয়ার এ- এডুকেশন সেন্টারের প্রমোশনের কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনাসহ কীভাবে বৃহত্তর জনগোষ্ঠীর নিকট এই সেন্টারের প্রচার করা যায়, কোন্ ধরনের কর্মকৌশলের মাধ্যমে এই সেন্টার পরিচালনা করা হবে, ইত্যাদি বিষয় ছাড়াও এই প্রকল্পের কার্যকর করার বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। বিভিন্ন মিডিয়াতে প্রচারপত্রে বলা হচ্ছে, আগামি বছরের (২০১৭) জানুয়ারি মাসের ১৫ তারিখে ভর্তিকৃত শিশুদের ক্লাস আরম্ভ হবে। তাই ২০১৬ সালের ডিসেম্বর ও ২০১৭-এর জানুয়ারির ১৪ তারিখ পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কজ গমেজ ডিসিনিউজকে বলেন ‘আন্তর্জাতিকমানের সেবা পরিবেশন করে শিশুদের প্রগতিশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এসব কর্মকৌশলের উদ্দেশ্য।’

আরবি/এসএস/আরপি/৫ডিসেম্বর,২০১৬