শিরোনাম :
ডিসি বিউটি পার্লারের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু
ডিসিনিউজ ॥ ঢাকা
রহিমা আক্তার (৩৫) একজন চাকরিজীবী। তিনি পরিবারে সন্তান পালনের পাশাপাশি চাকরি করে সংসারে স্বচ্ছলতা ধরে রাখতে লড়াই করছেন। চাকরি ক্ষেত্রে নিজেকে আরো বেশি দক্ষ করে গড়ে তুলতে তিনি ভর্তি হয়েছেন ঢাকার নদ্দায় নবনির্মিত ডিসি বিউটি পার্লার প্রশিক্ষণ সেন্টারে।
‘ডিসি বিউটি পার্লারের পরিবেশ এবং নিরাপত্তার ব্যবস্থা দেখে আমি মুগ্ধ হয়েছি। এই সেন্টারের প্রশিক্ষকও অনেক বেশি অভিজ্ঞ। তিনি প্রায় ২০ বছর ফারজানা শাকিল পার্লারে সেবা দিয়েছেন। আমি চাকরির পাশাপাশি নিজেকে আরো বেশি দক্ষ করে তোলার জন্যই ডিসি বিউটি পার্লারে ভর্তি হয়েছি,’ বলছিলেন রহিমা আক্তার।
তিনি বলেন, ‘আসলে বাংলাদেশের সব বিউটি পার্লার নারীদের জন্য নিরাপদ নয়। তবে ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টারের নিরাপত্তা ব্যবস্থ্যা এবং ট্রেনিং-এর ধরন দেখে আমি এখানে এসেছি। আমি এখন যা বলছি, আপনারা যারা ইচ্ছুক তারা আসুন, দেখলে আপনারাও বিশ্বাস করবেন।’
ডিসি বিউটি পার্লার ট্রেনিং-এর প্রথম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনকালে রহিমা আক্তার ডিসিনিউজকে এসব কথা জানান।
২৫ জানুয়ারি দুপুর ১টায় নদ্দায় ডিসি বিউটি পার্লারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ। প্রশিক্ষণ শুরু উপলক্ষে ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উপস্থিত ছিলেন। ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর এবং বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টারের আহ্বায়ক পাপড়ী প্যাট্রিসিয়া আরেং-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর সলোমন আই. রোজারিও, প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির চেয়ারম্যান মানিক লরেন্স রোজারিও, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, সিনিয়র মার্কেটিং ম্যানেজার এলিয়াস পিন্ট কস্তাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে ঢাকা ক্রেডিট বদ্ধপরিকর। কর্মজীবী নারীদের একটি বড় অংশ পার্লারে কাজ করেন। অনেক সময় পার্লারে নারীরা নানা ধরনের সমস্যার সন্মুখীন হন। নারীদের নিরাপত্তার সাথে কর্মসংস্থান ও সঠিক প্রশিক্ষণের উদ্দেশে ঢাকা ক্রেডিট বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার প্রকল্প শুরু করেছে। অর্জিত জ্ঞান সকলকে দৃঢ় ও প্রত্যয়ী হতে সাহায্য করে। যারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, তারা অবশ্যই জীবনের অর্থ খুঁজে পাবেন, স্বাবলম্বী হবেন ও স্বচ্ছল জীবন-যাপন করতে পারবেন।
‘আমরা সব সময়ই নারী ক্ষমতায়নের জন্য কাজ করি। জাতিসংঘ যে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে, আমরা সেই আঙ্গিকেই এগিয়ে চলেছি। বর্তমানে পেশাগত জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই প্রত্যেককেই বিভিন্ন পেশায় প্রশিক্ষিত হতে হয়। সুতরাং, আপনি যাই-ই শিখবেন, তা কখনোই বিফলে যাবে না।’ বলেন তারা।
অতিথিরা বেলুন ফুটিয়ে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সিও সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন। বিউটি পার্লার প্রশিক্ষণে ১ম ব্যাচে মোট নয়জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিট সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছে। সদস্যসহ দেশের আপামর জনগণ যেন ঢাকা ক্রেডিটের সুবিধা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেও ঢাকা ক্রেডিট বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কাজ করছে। তার মধ্যে ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার অন্যতম। এখান থেকে যেমন সকলেই সেবা গ্রহণ করতে পারবেন, তেমনি আদিবাসীসহ সকল নারী এখানে প্রশিক্ষণ নিয়ে পার্লারে কাজ করাসহ এমন উদ্যোগ পরিচালনা পেশায় নিজেকে সম্পৃক্ত করতে পারবেন।
[wp1s id=”11482″]
ছবি: রবীন ভাবুক