ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডি‌জিটাল উদ্ভাবনী মেলা ২০১৮

ডি‌জিটাল উদ্ভাবনী মেলা ২০১৮

0
791

২২ থে‌কে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মন‌সিং‌হের জিম‌নে‌সিয়ামে ডি‌জিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ অনু‌ষ্ঠিত হয়।

জনগ‌নের স‌চেতনতা ও অবগত করার জন্য ময়মন‌সিং‌হের জেলা প্রশাসক এই মেলার আ‌য়োজন ক‌রেন । প্রচা‌রে সরাষ্ট্র মন্ত্রণালয়, কৃ‌ষি মন্ত্রণালয়, সড়ক ও জনপদ অ‌ধিদপ্তর, বাংলা‌দেশ পরমানু কৃ‌ষি গ‌বেষনা ইন‌স্টি‌টিউট, স্বাস্থ্য অ‌ধিদপ্তর, কাস্টমস ইত্যা‌দি ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কালাম আজাদ ব‌লেন ” মাদক সম্প‌র্কে মানু‌ষের ম‌ধ্যে স‌চেতনতা সৃ‌ষ্টি ও প্রচারনা করাই আমা‌দের কাজ । কারন বর্তমা‌নে যুব সমাজ বি‌ভিন্ন মাদক দ্র‌ব্যে আসক্ত । এর কুফল যা‌তে জানতে পা‌রে সেই উ‌দ্দে‌শ্যেই সরকা‌রের এই আ‌য়োজন । মাদকাস‌ক্তিমুক্ত বাংলা‌দেশ গড়াই আমা‌দের ভিশন ।”

অন্য‌দি‌কে সড়ক ও জনপদ অ‌ধিদপ্তর স্ট‌লের পর্য‌বেক্ষক সাথী ব‌লেন ” আমা‌দের স্ট‌লে এ‌সে জন সাধারন সড়ক ও জনপদ অ‌ধিদপ্তরের আওতাধীন বি‌ভিন্ন কার্যক্রম সম্প‌র্কে জান‌তে পার‌ছে । যেমন : ভূ‌মি ব্যবস্থাপনা পদ্ধ‌তি,‌সেতু ব্যবস্থাপনা পদ্ধ‌তি, অ‌ডিট ব্যবস্থাপনা পদ্ধ‌তি, ‌ডেটা‌বেজ, মামলা ব্যবস্থাপনা পদ্ধ‌তি ইত্যা‌দি। এছাড়াও প্র‌ত্যেক স্ট‌লে বি‌ভিন্ন তথ্য মূলক ভি‌ডিও শো দেখা‌নোর মাধ্য‌মে জনগন সরকা‌রের কার্যক্রম সম্প‌র্কে বুঝ‌তে পার‌ছে ।”
আমা‌দের মাননীয় প্রধান ম‌ন্ত্রি তার উন্নত চিন্তা ও ডি‌জিটাল কার্যক্রম সম্পাদ‌নে অগ্র‌নী ভূ‌মিকা রাখ‌ছেন । তাই তা‌কে উন্নয়‌নের রোল ম‌ডেল বলা যায় ।

‌মেলা‌কে প্রাণবন্ত ও মুগ্ধ করার জন্য সন্ধ্যায় এক সাংস্কৃ‌তি অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রেন ।

আরবি.আরপি. ২৪ ফেব্রুয়ারি, ২০১৮