ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের আর্ন্তজাতিক নারী দিবস পালন

ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের আর্ন্তজাতিক নারী দিবস পালন

0
381

ডিসিনিউজ।।ঢাকা

৭ মার্চ ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করে।

বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সকাল  ১১ টা থেকে অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের টিচার লিপিকা গমেজ। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের চীফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন এবং সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস  দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এরপর একে একে ছাত্রছাত্রীরা দলীয় এবং একক গান পরিবেশন করে। পরে প্রকল্পের চীফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন, সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস এবং শিক্ষিকাবৃন্দ তাঁদের জীবনের চলার পথে বিভিন্ন আভিজ্ঞতার কথা সহভাগিতা করেন।

পরে শিক্ষিকা বৃন্দ দলীয় গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।