শিরোনাম :
ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বিশেষ সেশন: অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব
ডিসিনিউজ।। ঢাকা
১৫ মার্চ, বুধবার, ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয় একটি বিশেষ সেশন । বিষয় ছিল শিশুদের অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইমের ক্ষতিকর দিক । সেশনটি পরিচালনা করেন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস । এখানে আলোচনা করা হয় স্ক্রিন টাইম বা মোবাইল খুব বেশি ব্যবহার করলে কী হতে পারে ।
যেমন- ১. অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে শুষ্ক হয়ে যেতে পারে চোখ ।
২. অন্যদের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে অক্ষমতা
৩. বিঘ্নিত হয় স্লিপিং প্যাটার্ন।
৪. মানসিক চাপ বাড়তে পারে ।
৫. শিশুরা লেখাপড়ায় অমনোযোগীসহ অন্যান্য সমস্যা
৬. শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে ।
প্রতিটি বিষয় শিশুদের সামনে ছবির মাধ্যমে সুন্দর ও সহজ ভাবে তুলে ধরা হয় । কয়েকজন শিশু এই বিষয়ে তাদের মতামত প্রদান করে । পরে প্রতিটি শিশুই জানায় যে, তারা আর কখনোই অতিরিক্ত সময় মোবাইল, টিভি বা কম্পিউটার ব্যবহার করবে না। প্রতিটি শিশুর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত হয় ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের বিশেষ সেশন ।