ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে স্বাধীনতা দিবস পালন

ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে স্বাধীনতা দিবস পালন

0
440

ডিসিনিউজ।। ঢাকা
২৩ মার্চ, ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে আজ সকাল ১০.৩০ থেকে অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিচার অঞ্জলী মন্ডল এবং টিচার রুপনা রোজারিও । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস ,শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের দলীয় গান পরিবেশন করেন। পরে প্রিন্সিপাল আর বক্ত্যবের মাধ্যমে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করতে অনুপ্রানিত করেন, এবং দেশের জন্য কাজ করার জন্য সবাইকে উৎসাহিত করেন । তারপর মি: আরমন্ড জে. গোমেজ যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয়, ঔষধের ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, তাঁর সেই সময়কার অভিজ্ঞতা একটি ছোট ভিডিও ক্লিপের মাধ্যেমে শিশুদের সামনে তুলে ধরা হয়। এরপর একে একে ছাত্রছাত্রীরা দলীয় গান, কবিতা ও নাচ পরিবেশন করে। পরে টিচার অঞ্জলী মন্ডল স্বাধীনতা দিবস উপলক্ষে অনুপ্রেরনা মূলক বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রছাত্রীরা গ্রুপ ওয়ার্ক করে যেখানে বাংলাদেশের বিভিন্ন বিভাগের বিখ্যাত জিনস গুলো বাংলাদেশের মানচিত্রের উপর পেস্ট করা হয়। পরে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।