শিরোনাম :
ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ইস্টার সানডে পালন
ডিসিনিউজ।।ঢাকা
৫ এপ্রিল, সকাল ১০.৩০ টায় ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ইস্টার সানডে অনুষ্ঠান উদযাপন করা হয় ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টিচার লিয়া পিউরিফিকেশন এবং টিচার লিপি বাড়ৈ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের চীফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন এবং সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্লে গ্রæপের ছাত্রছাত্রীরা একটি দলীয় নাচ পরিবেশন করে।
প্রকল্পের চীফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন এবং সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এরপর একে একে ছাত্রছাত্রীরা আরো দলীয় গান, নাচ পরিবেশন করে। তারপর ছাত্রছাত্রীরা ডিম খোজা প্রতিযোগীতায় অংশগ্রহন করে।
সমাপনী প্রার্থনা করেন টিচার অঞ্জলী মন্ডল।