ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডেঙ্গু প্রতিরোধে আহ্বান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারির

ডেঙ্গু প্রতিরোধে আহ্বান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারির

0
441

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ডেঙ্গু জ্বর প্রতিরোধে সমিতির সদস্যদের আহ্বান জানিয়েছেন। তাঁরা এক বিবৃতিতে বলেছেন,  ‘আমরা ঢাকা ক্রেডিটের ৪৩ হাজার সদস্যদের আহ্বান জানাই, তাঁরা যেন চলমান করোনার মধ্যে বেড়ে যাওয়া ভাইরাস জ্বর ডেঙ্গু থেকে সাবধান থাকেন। তার জন্য মশার প্রজনন স্থল ধ্বংস, বাসা বা অশেপাশে যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পর পর অপসারণ করা, রাতে ও দিনে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর অনুরোধ করি যেন ডেঙ্গুর হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন।’

প্রসঙ্গত, করোনা মহামারির মধ্যে চলতি বর্ষায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রায় প্রতিদিনিই শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন ডেঙ্গু জ্বরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষীণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিষ্টার শেখ ফজলে নূর তাপস নগরবাসীকে আহ্বান জানিয়েছেন, যেখানে এডিস মশার প্রজনন হয়, এমন জায়গা যেন নগরিকরা নিজ দায়িত্বে পরিষ্কার বা ধ্বংস করেন। অন্যথায় যার বাড়িতে বা অফিসে মশার লার্ভা পাওয়া যাবে, তাকে জরিমানা করা হবে।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারি বলেন, সতেচনতাই পারে ডেঙ্গু থেকে নিজে ও পরিবারের সদস্যদের রক্ষা করতে, তাই যেখানে মশা ডিম পাড়ে তা ধ্বংস করার আহ্বান জানান তাঁরা।

এডিস মশা মূলত দিনের বেলা, সকাল ও সন্ধ্যায় কামড়ায়, তবে রাত্রে উজ্জ্বল আলোতেও এডিস মশা কামড়াতে পারে।

 ডেঙ্গু থেকে নিজেদের রক্ষা করতে দিনের বেলা যথাসম্ভব শরীর ভালোভাবে ঢেকে রাখতে হবে, মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাত্রে মশারি ব্যবহার করতে হবে। সম্ভব হলে ঘরের দরজা ও জানালায় নেট লাগানো যেতে পারে।

 প্রয়োজনে মসকুইটো রিপেলন্ট স্প্রে, লোশন বা ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করা যেতে পারে।

 বাচ্চাদের হাফ প্যান্টের পরিবর্তে ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।

ডেঙ্গুর উপসর্গ:

প্রচণ্ড জ্বর, গিঁটে গিঁটে ব্যাথা, ব্যাক পেইন, মাথাব্যথা, সর্দি ও কাশি হতে পারে, শরীরে রেশ উঠতে পারে

 ডেঙ্গ হলে করণীয়:

প্রচুর বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার গ্রহণ, প্যারাসিটামল ব্যতিত ব্যথানাশক ওষুধ না খাওয়া, বেশি জটিলতা দেখা দিলে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া।