শিরোনাম :
ডেঙ্গু মোকাবেলায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের সচেতনতামূলক র্যালি
নিজস্ব প্রতিবেদক
সারাদেশ নাজেহাল হয়ে পড়েছে ডেঙ্গুজ্বরের প্রকোবে। দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু নিয়ে সবার মাঝে ভীতি কাজ করছে। ডেঙ্গুজ্বর ও ডেঙ্গুবহনকারী এডিস মশা সম্পর্কে শহরের সাধারণ জনগণকে সচেতন করার লক্ষে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করে।
স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা ব্যানার ফেস্টুন নিয়ে রাজধানীর উত্তর সিটিকর্পোরশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নদ্দা-ভাটারা ১৭ নং ওয়ার্ড কমিশনার মহাম্মদ জিনাৎ আলী শিক্ষার্থীদের সাথে র্যালিতে অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নদ্দা স্কুল ক্যাম্পাস থেকে বাড্ড ও কুড়িল বিশ্বরোড সড়ক ঘুরে আবার স্কুল ক্যাম্পাসে ফিরে আসেন।
র্যালি শেষে ওয়ার্ড কমিশনার জিনাৎ আলী বলেন, ‘ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল জনসচেতনতা মূলক কাজে অংশগ্রহণ করছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তাদের এই উদ্যোগের ফলে অনেকেই এখন সচেতন হবেন এবং অন্যকেও সচেতন হওয়ার পরামর্শ দিবে বলে আশা করছি।’
র্যালি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী।



































































